ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান।
দায়াল নবীর জবানে, কারবালার বয়ানে,
আওলাদে রাসূল শহীদ হবেন, হাদীসে প্রমাণ।
ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে,
হাসান-হুসাইন কাঁন্দে নানা পোশাক দাও বলে
দয়াল নবী করেন দোয়া, ওগো রব্বানা
জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাওনা
লাল সবুজের সেই পোশাকে কারবালারই শান।
লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে
এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে,
সীমার যখন করবে জবাই নিজেরও হাতে
মাটি রক্ত হয়ে মিলবে কারাবালার সাথে
হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ।
নবীর আওলাদ নূহের কিস্তি নবীজীর বয়ান
আবু জর গীফারীর হাদীসে প্রমাণ,
জীবন দিবে ঈমান পাবে সুন্নীদের পথে
জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে
সুন্নী জনতা গ্রহণ করো, অধমের আহবান।
মাশরাফির
ReplyDeletemashalla
Delete