তোল তাকবির বলো আল্লাহু আকবার
ছাড় হুংকার
ধর নাঙ্গা তলোয়ার । ২
আবার জেগে উঠো,
শক্ত করো মুঠো । ২
মুক্তি যোদ্ধের
ঐ প্রেরনায় ঐ রনাঙ্গনে ছুটো ।
আওয়াজ তোল মহাসমাবেশে
স্বাধীন দেশে নবাব বেশে ।
ঠাই নাই ঠাই
নাই যারা ভিনদেশি তাবদার ।
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
বলো আল্লাহু আকবার । ৪
জেনা ব্যবিচার
ধর্ষণ আর হত্যাচারি দিকে ।
ত্রিশ লাক্ষের
রক্ত সাগর পুরটাই যেন ফিকে ।
দশ হাজারের
জন্য যোবক যেই দেশে হয় ক্ষুন ।
প্রতিবাদী তুমি
তোমারো হবে বিচার জেল জুলুম ।
বীর শহিদেরা
চেয়েছিল কি এমন স্বাধীনতা ।
মহাসমারোহে
চলছে দেশে দানবীয় সভ্যতা ।
চুপটি ধরে থেকোনা
বসে কোন কারনে কোন বা দোষে ।
নিরিহ জাতি
মরবে দুঃখে আর দেবোনা ছাড় ।
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
বলো আল্লাহু আকবার । ৪
বাজার মাঝার
ধর্মশালায় চলছে শৈরতন্ত্র ।
আলেম জালেম
সবাই যেন জপে ক্ষমতার মন্ত্র ।
আমজনতা ভয় পেয়োনা
আল্লাহ সাথে আছে ।
ধর্ম বেচা শয়তান
গুলো অতিবাড় বেড়েছে ।
ধর্মীয় বিদ্বেশ
ছড়াচ্ছে টিভি সেটে বসে ।
নাস্তিক তোর
মা বাবা কই কি চাস এই দেশে ।
এ দেশের মাটি
এ দেশের ঘাটি দ্বীন ধর্মে হয়ে আছে খাটি
ঠাই নাই ঠাই
সে দেশে নাস্তিক তাবেদার
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
বলো আল্লাহু আকবার । ৪
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।