লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ
সৃষ্টিকুলের মাঝেতে আমার নাবী মোহাম্মদ ।
আমার নাবী মোহাম্মাদ । ৩
লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ
সৃষ্টিকুলের মাঝেতে আমার নাবী মোহাম্মদ ।
আমার নাবী মোহাম্মাদ । ৪
আঠারো হাজার মাখলোকাতের স্রষ্ঠা ছাড়া ।
অন্য সবার চেয়ে আমার নবী যে সেরা ।
আমার নবী যে সেরা । ২
আঠারো হাজার মাখলোকাতের স্রষ্ঠা ছাড়া ।
অন্য সবার চেয়ে আমার নবী যে সেরা ।
আমার নবী যে সেরা । ২
তিনি নূরের ফোয়ারা ছিরাজোম মুনিরা । ২
তারার নূরে সৃজন হলো তামাম মাখলোকাত । ২
লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ
সৃষ্টিকুলের মাঝেতে আমার নাবী মোহাম্মদ । ২
আমার নাবী মোহাম্মাদ । ৪
আল্লাহ নিজের নূর হতে সৃজিল তারে ।
হাজার কোটি বছর ছিল নূরের সাগরে ।
ছিল নূরের সাগরে । ২
তিনি কায়েনাতের মন নাবী নূরেরই পুতুল । ২
তাকে দিয়ে প্রকাশ হলো খোদার রাবাবিয়াত । ২
লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ
সৃষ্টিকুলের মাঝেতে আমার নাবী মোহাম্মদ ।
আমার নাবী মোহাম্মাদ । ৩
লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ
সৃষ্টিকুলের মাঝেতে আমার নাবী মোহাম্মদ ।
আমার নাবী মোহাম্মাদ । ৩
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।