بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday 20 March 2020

ও দেশের ভাইরে লিরিক | O desher vaire lyrics


দেশের ভাইরে, বলনা কোথায় যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
চারদিকে শুনি শুধু নাই কিছু নাইরে।
দেশের ভাইরে, বলনা কোথায় যাইরে
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
পানির কলে পানি নাই,
তাতে কি আসে যায়;
বিদ্যুতের খবর নাই,
উন্নতির জোয়াড় বয়।
সেই জোয়াড়ে ভেসে ভেসে দেশ গেল
গোল্লায়রে,
দেশের ভাইরে বলনা কোথায় যাইরে,
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে।

আইনের শাশন নাই, অস্তের অভাব নাই ।
খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায় ।
বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে ।২
দেশের ভাইরে বলনা কোথায় যাইরে,
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে।২

পাম্পে তেল নাই, আমাগো বেইল নাই
কওয়ারো জায়গা নাই, সয়ারো জায়গা নাই ।
শান্তি পেতে হলে দ্বীনের পথে আয়রে ।
দেশের ভাইরে বলনা কোথায় যাইরে,
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে।২

আছে ভাই আছে অনেক কিছুই আছে
অফিসে ঘুষ আছে দেওয়ার মতো মানুষও আছে ।
দূর্নীতির শীর্ষে আছে আর কি বুঝা চাইরে
দেশের ভাইরে বলনা কোথায় যাইরে,
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে।২

বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে
পেয়াজের ঝাঝ আছে, মরিচের দাম বেড়েছে ।.
বাজারের আগুনেতে পুড়ে হবি ছাইরে ।
দেশের ভাইরে বলনা কোথায় যাইরে,
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে।২
শান্তি পেতে হলে দ্বীনের পথে আয়রে ।
দেশের ভাইরে বলনা কোথায় যাইরে,
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে।২

1 comment:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।