بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 30 October 2020

তোমার দরবারে লাখো সুকরিয়া জানাই লিরিক | Tomar dorbare lakho shukriya janai lyrics.

তোমার কুদরতি পায়, সেজদাতে মাথা ঠেকাই ।২

তোমার কুদরতি পায় ।২

সেজদাতে মাথা ঠেকাই ।

তোমার দরবারে লাখো সুকরিয়া জানাই ও মাওলা ।২

তোমার কুদরতি পায়, সেজদাতে মাথা ঠেকাই ।২

তোমার কুদরতি পায় ।২

সেজদাতে মাথা ঠেকাই ।

তোমার দরবারে লাখো সুকরিয়া জানাই ও মাওলা ।২

 

তোমার নেয়ামতে জীবন ভরা ডুবেছি

তোমার নামের মালা মনের গলে পড়েছি ।২

তুমি এক আল্লাহ আল্লাহ তুমি যপ আল্লাহ আল্লাহ ।

দিল জান আল্লাহ আল্লাহ মেহেরবান আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ  আল্লাহ।

 

তুমিতো পৃথিবীতে এত দয়া এত মায়া প্রেম মমতায় বেঁধে রেখেছো সদাই ।

তোমার দরবারে লাখো সুকরিয়া জানাই ও মাওলা ।২

তোমার কুদরতি পায় ।২

সেজদাতে মাথা ঠেকাই ।

তোমার দরবারে লাখো সুকরিয়া জানাই ও মাওলা । ২

 

তুমি আসল জানি বাকি সবিতো বেকার

শত ভুলের পরেও তোমার মত কে দেখার ।২

তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ

দমে দম আল্লাহ আল্লাহ প্রেমের ধ্যান আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

তুমিতো বারে বারে বিপদে কি মসিবতে সব হতাসায় আলো জ্বেলেছো সদাই ।

তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই  ও মাওলা ।২

তোমার কুদরতি পায় ।২

সেজদাতে মাথা ঠেকাই ।

তোমার দরবারে লাখো সুকরিয়া জানাই ও মাওলা ।৩

2 comments:

  1. মাশাআল্লাহ চমতকার একটি নাশীদ।

    ReplyDelete
  2. দেয়া যাবে ।

    ReplyDelete

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।