بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 18 April 2021

তোমার নামে যদি গান গাওয়া হয় তা সুন্দর হয় লিরিক | Tomar name jodi gan gaoya hoy ta sundor hoy lyrics

তোমার নামে যদি গান গাওয়া হয় তা সুন্দর হয় । ২

তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয় ।

তোমার নামে যদি গান গাওয়া হয় তা সুন্দর হয় । ২


তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেলো

তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দ্বীপ্ত হলো । ২

তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয় ।

তোমার নামে যদি গান গাওয়া হয় তা সুন্দর হয় । ২


তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে

আকাশে

তোমারি ছন্দ-গুন জোড়ে উঠে বাতাসে । ২

তোমার পরশ পেয়ে গাছেরো পাতা জানি সবুজ হলো

তোমার স্নিগ্ধমায়া শিশির পেয়ে সে যে সুভ্র হলো । ২


তোমার অমিয় বানী হৃদয়ে আমার সুর সমৃদ হয় ।

তোমার নামে যদি গান গাওয়া হয় তা সুন্দর হয় । ২

তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয় ।

তোমার নামে যদি গান গাওয়া হয় তা সুন্দর হয় । ৪



✍কথা ও সুর : মহিউদ্দিন আবু তাহের

2 comments:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।