بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday 13 December 2019

হাজারও ব্যাথা বেদনার পরে লিরিক । Hajaro betha bedonar pore lyrics.

হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে

হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে 

খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না  আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে  

পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে  

হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল-কোরআন  
ভাঙ্গল সবার ভুল তোমারই পরে
আসলো কোরআনের ছায়াতলে
খালিদ উমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিল যে তুলে  

আল-আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে 

হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে

হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে  

26 comments:

  1. মা'সা আল্লাহ

    ReplyDelete
  2. Replies
    1. Writer khuje paoya jayni. Tbe mizanur Rahman al Azhari tar mukhei prothom sunechi.

      Thanks

      Delete
  3. সংগিতটির গীতিকার “নিয়াজ মাখদুম” ।

    ধন্যবাদ ।

    ReplyDelete
    Replies
    1. গজলটির সুরকার কে?

      Delete
    2. সুরকার & গীতিকার নিয়াজ মাখদুম

      Delete
  4. মাশাআল্লাহ চমৎকার একটি সংগীত

    ReplyDelete
  5. বাংলা ইসলামি সংগীতের মেলাকে একত্রিত করার জন্য ধন্যবাদ

    ReplyDelete
  6. সাথে অডিও অপশন থাকলে অনেক সুন্দর হবে,মুখস্থ করতে সুবিধা হবে। জাঝাকাল্লাহ

    ReplyDelete
    Replies
    1. ইনশাআল্লাহ চেষ্টা করবো ।

      Delete
    2. আলহামদুলিল্লাহ আপনার অনুরোধ রাখতে পেরেছি । অডিও অপশন চালু করেছি ।
      এখন থেকে এই পেজেই অডিও শুনতে পারবেন ডাউনলোডো করতে পারবেন ।

      ধন্যবাদ ।

      Delete
  7. আলহামদুলিল্লাহ

    ধন্যবাদ

    ReplyDelete
  8. Mah sha Allah. Alhamdulillah ❤️❤️❤️

    ReplyDelete
  9. এই নাত এ যেখানে তুমি সেখানে আপনি , এ ভাবে সব স্থান এ আপনি সম্বোধন করলে আরও ভালো হবে

    ReplyDelete
  10. ইসলামী আন্দোলনের পথে আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়াই আমাদের কাজ। আমিন।

    ReplyDelete
  11. মাশাআল্লাহ 💝💝💝

    ReplyDelete
  12. আপনাদের এই উদ্যোগ ভালো লেগেছে।💯✅

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ভাই । নামাজ পরে দোয়া করবেন ।

      Delete

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।