بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 31 October 2020

তুমি আমার মালিক লিরিক | Tumi amar malik lyrics.

 তুমি আমার মালিক প্রভু দুঃখ শোকের আয়না ।

তোমার কাছে দু’হাত তোলে করি শত বায়না ।

চাইনা আল্লাহ চাইনা এমন তুমি ছাড়া কারো দয়া চাই না ।

আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু ইয়া আল্লাহ ।২

 

ফুলের বাগে ইচ্ছে জাগে ফুল হয়ে যাই আমি ।

পাপড়ি হয়ে নুয়ে পড়ি সেজদাতে যাই নামি ।

কপাল পোড়া সেইতো যে জন তোমায় খোঁজে পায় না ।

আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু ইয়া আল্লাহ ।২

 

মেঘের ডানায় জ্বলের কনা যখন ঝড়ে পড়ে,

ফোঁটায় ফোঁটায় হৃদয় তখন তোমারি নাম স্বরে ।২

তুমি নাখোশ হবে এমন গান যেন মন গায় না ।

আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু ইয়া আল্লাহ ।৩

2 comments:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।