بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া লিরিক | Maa je dosh mash dosh din gorve doriya lyrics

মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া,করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবেনা জানি, মা
সেই সেই ঋণ শোধ হবেনা জানি।

কতদিন দেখিনা মায়ের চাঁদমুখ,কষ্টে হৃদয় পুড়ে
পিঠা পুলি বানাইয়া পায়েসও রান্ধিয়া মা প্রতীক্ষা করে।
হাজারো বাস্ততা অবসর পাই কোথা
তাইতো হয়না যাওয়া গায়ের বাড়িতে
মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া,করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবেনা জানি, মা
সেই সেই ঋণ শোধ হবেনা জানি।

চিঠি লিখে ছোটবোন টেলিফোন করে,অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে।
ভীষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে,ভুইলা কি গেছিস মোরে।
মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া,করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবেনা জানি, মা
সেই সেই ঋণ শোধ হবেনা জানি।

হঠাৎও একদিন রাত দুপুরে,একটা খবর এল
সবকিছুই আছে আগেরই মত,মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেও বসিয়া
তাইতো কষ্টে হৃদয় ঘুমরে মরে।
মা গো দুঃখিনী মা। ২

 

আমিরুল মোমেনিন মানিক

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।