بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 1 November 2020

রব্বানা আনতা মাওলানা লিরিক | Rabbana anta mawlana lyrics

আমি কন্ঠে তুলেছি তবো নাম ।৩

হৃদয়ে গোঁথেছি তোমারি যিকির ।

জীবন সপেছি তোমার রাহে ।

তোমার প্রিয় করে নিয়ো ওগো মহিয়ান ।

রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা আফিরোনা ।

 

শূন্য থেকে পূর্ন করো পূর্নতাকে করো আবার বিলিন ।

জীবনের যত আয়োজন যত প্রয়োজন ।

অপার মমতা মেখে করেছো দান মহিয়ান ।

রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা ওলোনা ।

রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা আফিরোনা ।

 

আলো থেকে আধার আনো আধার ভূনব করো আলোয় রঙ্গিন ।

জীবনের চাওয়া পাওয়া ভাঙ্গা গড়া তোমার চাওয়ার মত মেনে নিলাম মহিয়ান ।

রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা ওলোনা ।

রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা আফিরোনা ।

 

আমি কন্ঠে তুলেছি তবো নাম ।৩

হৃদয়ে গোঁথেছি তোমারি যিকির ।

জীবন সপেছি তোমার রাহে ।

তোমার প্রিয় করে নিয়ো ওগো মহিয়ান ।

রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা ওলোনা ।

রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা আফিরোনা ।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।