بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 1 February 2020

আল্লাহকে যারা বেসেছে ভাল লিরিক । Allah ke jara beseche valo lyrics.


আল্লাহকে যারা বেসেছে ভাল
দুঃখ কি আর তাদের থাকতে পারে।

যারা লয়েছে মুখে কোরানের বানী
হতাশা কি আর তাদের থাকতে পারে।

সামনে বাড়াল পা যারা আজ
নতুন পৃথিবী গড়তে
জানা তো আছে তাদের সবার
কত যে হবে লড়তে
জীবনের সব পিছুটান 
তাই হেরে যায় বারে বারে!

মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ারী মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার সৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি।

জীবন বাজী রেখে যে তারা
মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙ্গা মসনদে
রাশেদার সেরা যুগ
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে!

দুঃখ কি আর তাদের থাকতে পারে!
হতাশা কি আর তাদের থাকতে পারে।

1 comment:

  1. ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনা কবুল ও মঞ্জুর করুন। আমিন

    ReplyDelete

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।