بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 16 April 2021

কেমন মুসলমান তুমি কেমন মুসলমান লিরিক | Kemon musolman tumi kemon musolman lyrics

কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ২
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান।
নামাজের সাথে নাই পরিচয়, পড়না কুরান,
নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান,
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ৩

তুমি রমজান এলে রাখোনা রোজা,
দ্বীনকে কর আঘাত   
পয়সা করির নেই ক অভাব দাও নাতো যাকাত
তুমি ঈমানদারির বড়াই কর নেই তোমার ঈমান।
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ৩


সুদের টাকায় প্রাসাদ গড় ঘুস ও ছাড়োনা,
দিন, দুখি না খেয়ে মরে খবর রাখো না। ২

তুমি ঘুস খেয়ে অভিচার কর সাজিয়া প্রদান
তুমি কেমন মুসলমান
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ৩

তুমি নবির উম্মত দাবি কর সুন্না মানো না,
নবির অপমানে তোমার হৃদয় কাপে না
তুমি বিজাতীয় সংকৃতিতে সপেছ পরান
তুমি কেমন মুসলমান
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ৩

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।