কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ২
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান।
নামাজের সাথে নাই পরিচয়, পড়না কুরান,
নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান,
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ৩
তুমি রমজান এলে রাখোনা রোজা,
দ্বীনকে কর আঘাত
পয়সা করির নেই ক অভাব দাও নাতো যাকাত
তুমি ঈমানদারির বড়াই কর নেই তোমার ঈমান।
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ৩
সুদের টাকায় প্রাসাদ গড় ঘুস ও ছাড়োনা,
দিন, দুখি না খেয়ে মরে খবর রাখো না। ২
তুমি ঘুস খেয়ে অভিচার কর সাজিয়া প্রদান
তুমি কেমন মুসলমান
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ৩
তুমি নবির উম্মত দাবি কর সুন্না মানো না,
নবির অপমানে তোমার হৃদয় কাপে না
তুমি বিজাতীয় সংকৃতিতে সপেছ পরান
তুমি কেমন মুসলমান
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান । ৩
This comment has been removed by a blog administrator.
ReplyDelete