بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 2 September 2021

চোর গজল লিরিক । Chor gojol lyrics

 ডিম চুরি হয় সিম চুরি হয় 

রান্না ঘরের ভিম চুরি হয় 

ঔষধি গাছ নিম চুরি হয় 

কাগজ গোটা রিম চুরি হয় 

 

আর চুরি হয় তোমার আমার 

কাব্য কথার থি   

এসব দেখে আমরা মনুষ খাচ্ছি রে হিমসিম 

 

চুরিতে যার নেইতো জুরি 

তারযে কতো বাহাদুরি 

অন্তরে তার মিস্ত্রি ছুরি 

আরে প্রমাণ আছে ভুরি ভুরি 

শব্দ চুরিবাক্য চুরিকোট কাচারী সাক্ষ্য চুরি 

 

হচ্ছে চুরি স্বপ্ন দেখার চোখ 

চোরের দেশে ভালোর বেশে 

ঘুরে বেড়ায় মুচকি হেসে 

সাধু বাবার লোক

হায়রে 

সাধু বাবার লোক

 

 

তাই আম জনতার বুকের ভেতর 

রক্ত ক্ষরন শোক

হচ্ছে দেশের পুকুর চুরি

মাঝে মাঝে কুকুর চুরি 

 

খবর মিডিয়ার 

চোর ঠেকাতে ব‍্যস্ত দেশের পুলিশ বিডিআর 

 

আকাম কুকাম যতই করো 

চোরের মায়ের গোলাই বড়

দেখায় তারা নানা রকম খেলা 

এমনি করে যায় চলে যায় বেলা 

 

আমরা মানুষ তাদের ফানুষ 

চোখ মুখ কান সব বন্ধ করে 

দেখি শুধু চোরেরি খেলা 

 

চলছে চোরের ছলচাতুরি

ওরে চোরের পিছে আমরাই ঘুরি 

চোরের কথায় নিত্য  উড়ি 

নিজেই নিজের কবর খুড়ি

 

চোর গুলোকে ধরতে হবে 

জেলের ভেতর ভরতে হবে 

লাগলে সবার লড়তে হবে 

দেশকে আবার গড়তে হবে 

 

নয় হবে সব শেষ 

চোর মুক্ত বাংলাদেশে 

স্বপ্ন সকাল উঠবে হেসে 

 

আসবে পরিবেশ

আসবে পরিবেশ দেশের আসবে পরিবেশ

আসবে পরিবেশ সুখে

আসবে পরিবেশ..

Download

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।