ঘুরে বেরাই কল্পনাতে । ২
মদিনার ঐ ধুলো -বালি
মাখি চোখে-মুখে।
দূর মদিনার প্রেমেরই ফুল
ফোটে আমার বুকে।
ও মন পাখি যা উড়ে যা
যেথায় আছে মদিনা ওয়ালা । ২
মদিনা ওয়ালার আকাশ
আমার আপন সুখে-দুঃখে।
দূর মদিনার প্রেমেরই ফুল
ফোটে আমার বুকে। ২
নবীর দেশের আকাশ হবো
মদিনাকে বুকে নেবো । ২
দূর মদিনার প্রেমেরই ফুল
ফোটে আমার বুকে। ২
মদিনার ঐ পথে পথে
ঘুরে বেরায় কল্পনাতে । ২
মদিনার ঐ ধুলো -বালি
মাখি চোখে-মুখে।
দূর মদিনার প্রেমেরই ফুল।
ফোটে আমার বুকে। ৩
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।