بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Tuesday, 19 October 2021

সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ লিরিক । ‍Salamun Alaika eya rasul allah lyrics

ইন্নাল লহা অমালা ইকাতাহু 
ইউসল্লুনা আলান নাবী ।
ইয়া আইউহাল লাজিনা আমানু ।
সল্লু ওয়া আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা ।

সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া নাবি আল্লাহ
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া হাবিব আল্লাহ

অবুঝ হয়েও দুগ্ধ পানে শেখালে সমতা তুমি
অন্ধ যুগেও জাহেলরা তোমায়
দিলো উপাধি আলামিন । ২

কালেমার দাওয়াত যখন দিলে
শত্রুতে পরিণত তখন হলে । ২
পাথরের আঘাতে রক্ত ঝরিয়েও
উম্মাতি উম্মাতি দোয়া করলে ।

সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া নাবি আল্লাহ
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া হাবিব আল্লাহ

ইয়া রহমাতাললিল আলামিন ।
ইয়া খতামান নাবিয়িন ।
ইন নাকা লায়ালা খুলকিন আজিম ।
ইয়া হামবি ইয়া আল মুরসালিন আজিম ।

সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া নাবি আল্লাহ
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া হাবিব আল্লাহ

মক্কাতে জন্ম নিয়ে তুমি
মদিনায় হিজরত অত্যাচারে
পিছন তাকিয়ে অশ্রু চোখে
আসবে ফিরে দোয়া করলে

দাওয়াতি দ্বীন প্রচার করে
জয় করে মদিনা মক্কা ফিরে । ২
কারো প্রতি প্রতিশোধ না নিয়ে
সকলকে অকাতরে ক্ষমা করলে ।

সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া নাবি আল্লাহ
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ
সালামুন আলাইকা ইয়া হাবিব আল্লাহ

✍কথা ও সুর: আবদুল্লাহ আল নোমান

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।