بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 21 April 2021

আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দুস্তি লিরিক | Aleme Aleme vibed ekhon jaleme jaleme dusti lyrics

আলেমে আলেমে বিভেদ এখন
জালেমে জালেমে দুস্তি । ২
পথের ঠিকানা জানা নেই কারো ।
কে কোথায় পাবে সস্তি । ৩

সালাতে দু’হাত কোথায় বাঁধবে ।
নাভির উপরে বোঁকে ।
আমিন বলবে চুপে সারে নাকি
সজোরে আওয়াজ ফোঁকে ।

ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভিষন দ্বন্ধ ।
সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ।
ফরজ নিয়ে তো মারামারি নেই নফল সফল ডুব
টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব । ২

এই সুযোগেই আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি ।
জালেমে জালেমে দুস্তি । ২
আলেমে আলেমে বিভেদ এখন
জালেমে জালেমে দুস্তি । ২
পথের ঠিকানা জানা নেই কারো ।
কে কোথায় পাবে সস্তি । ৩

খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভিষন ব্যস্ত
এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত । ২
নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে ।
বিরোধকারিরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে ।
কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা ।
আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা ।

হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর
জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর । ২
সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি ।
জালেমে জালেমে দুস্তি । ২

আলেমে আলেমে বিভেদ এখন
জালেমে জালেমে দুস্তি । ২
পথের ঠিকানা জানা নেই কারো ।
কে কোথায় পাবে সস্তি । ৪


✍ লিরিক : বিল্লাল হোসাইন নূরি

Download

1 comment:

  1. মাশা-আল্লাহ!! সময়োপযোগী সংগীত, শুকরিয়া।

    ReplyDelete

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।