বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে ।
বঙ্গপসাগরের সব পাতি যেতে পারে শুকিয়ে ।
গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ ।
সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকরি
শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি । ২
চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রির মর্যাদা ।
আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা ।
অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ ।
দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ ।
তাই বলে ইসলামতো হুজুকে হবে না শেষ ।
হুজুকে হবে না শেষ ।
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে । ২
ইসলাম নিয়ে কেউ ছিনি মিনি খেলে এমন শক্তি নেই । ২
আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই
সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই । ২
আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে ।
অবাক হবো না বিএনপি যদি নৌকায় ছিল মারে ।
রাজপথ থেকে মুছে যেতে পারে গনতন্ত্রের দাবি ।
শোককের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি ।
স্বার্থের হাত নারতেও পারে আইনের কলকাঠি ।
আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ।
ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরে স্বন্ধি ।
বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্ধি ।
এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়
জনতার ভোটে কি বা ভোট লুটে যে যাক ক্ষমতায় ।
নাস্তানাবুদ হয়ে যাকে যদি ইসলাম ভুলে যায় ।
ইসলাম ভুলে যায় ।
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে । ২
ইসলাম নিয়ে কেউ ছিনি মিনি খেলে এমন শক্তি নেই । ২
আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই
সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই । ২
✍ মুহিব খান
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।