بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 28 February 2021

তাবলীগ তাবলীগ চলে লিরিক | Tablig Tablig chole lyrics

তাবলীগ তাবলীগ চলে । ৮
গাট্টি মাথায় পুটলি হাতে
ডেক পাতিল আর ডেকচি সাথে । ২
কাতার ধরে পথের ধারে
যাচ্ছে কজন জিকির করে । ২

শহর কিবা গ্রামের মানুষ
গরীব ধনী নেই কোনো দোষ
শিক্ষিত বা মূর্খ সবে এক কাতেরে চলতে হবে।

তাবলীগ তাবলীগ চলে
এই হল ভাই তাদের নিয়ম
খাচ্ছেনা কেউ অধিক বা কম
সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে।

তাবলীগ তাবলীগ চলে । ৪

মাসজিদে মাসজিদে হয় তাড়া মেহেমান
থালা বাটি কম্বল লয়ে । 
শীত কিবা গরমে অসুবিধা চরমে
খুশি মনে নেয় তাড়া শয়ে 
পথে পথে হেটে যায় সারা দিন কেটে যায়
মানুষের পিঠে হাত ভুলিয়ে
ঈমানের কথা বলে মেহেনতি কৌশলে
দুনিয়ার নেশা দেয় ভুলিয়ে
সুমধুর বয়ানে হৃদয়ে বয়ে আনে
সততা আদর্শের শিক্ষা
সত্যের পরিচর হয় তাতে বিনিময়
প্রাণে প্রাণে ঈমানের তিক্ষা।

তাবলীগ তাবলীগ চলে । ৮

তুরাগ পাড়ের ইজতেমায় লক্ষ মানুষ হাত উঠায় । ২
চোখের পানি যায় ঝড়ে মহান প্রভুর দরবারে । ২
সঙ্গোপনে কাটতেশীর বদদ্বীনি আর গোমরাহির
যাই ছড়িয়ে বিশ্বময় লক্ষ তাদের বিশ্বজয়।

তাবলীগ তাবলীগ চলে । ২

শহর নগর বন্দরে ময়দানে আর অন্দরে
হক্বের দাওয়াত দেয় তাড়া পথ খোঁজে পায় পথ হারা।

তাবলীগ তাবলীগ চলে । ৪

রাশিয়া চীন জাপান ফ্রান্স হিন্দুস্থান
আমেরিকা ব্রিটেনের শিকরে 
চেয়ে দেখি হতবাক দ্বীনি ঈমানের ডাক
চুপিচুপি ঢুকে যায় কি করে 
এভাবেই একদিন বাতেল হবে বিলিন
হকের গায়বে গান সকলে
যত হোক আধুনিক আসবে দুনিয়া ঠিক
দাড়ি টুপি ওয়ালাদের দখলে
আইফেল টাওয়ারটা ভেঙ্গে যাবে একদিন
হোয়াইট হাউজের ভীত কাব্বে
পাকিন হামেরদার হবে ঘর আল্লাহর
দিকে দিকে ইসলাম জাগবে।

তাবলীগ তাবলীগ চলে । ১৬

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।