بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 4 March 2021

উত্তর থেকে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও লিরিক | Uttor hote dokhin meru simanto khule dao lyrics

উত্তর থেকে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও
সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও।

আরব আজম মিলেমিশে যদি হয়ে যায় একাকার
মহাসত্যের এ মহাবিজয় রুধিবে সাদ্ধ কার!

কর পরাধীনতার শিকল ভাংগার দৃপ্ত অঙ্গীকার।
আধিপত্যের আগ্রাসনের বিষদাঁত ভেঙ্গে দাও।
এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান,
একি তরণীর যাত্রী সবাই একদেহ এক প্রাণ।

প্রাচ্য কিংবা পশ্চাত্তের নেই নেই ব্যাবধান।
সাদা কালো আর ধনী গরীবের ব্যধাবেধ ভুলে যাও

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।