সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও।
আরব আজম মিলেমিশে যদি হয়ে যায় একাকার
মহাসত্যের এ মহাবিজয় রুধিবে সাদ্ধ কার!
কর পরাধীনতার শিকল ভাংগার দৃপ্ত অঙ্গীকার।
আধিপত্যের আগ্রাসনের বিষদাঁত ভেঙ্গে দাও।
এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান,
একি তরণীর যাত্রী সবাই একদেহ এক প্রাণ।
প্রাচ্য কিংবা পশ্চাত্তের নেই নেই ব্যাবধান।
সাদা কালো আর ধনী গরীবের ব্যধাবেধ ভুলে যাও
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।