بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 27 February 2021

ও যার আপন খবর আপনার হয় না লিরিক | O jar apon khobor aponar hoy na lyrics

ও যার আপন খবর আপনার হয় না
একবার আপনারে চিনতে পারলে রে ।
যাবে অচেনা রে চেনা ।
ও সাঁই নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহার লুকায় দেখনা ।
আমি ঘুরে এলাম সারা জগত রে ।
তবু মনের গোল তো যায় না ।
যার আপন খবর আপনার হয় না
ও যার আপন খবর আপনার হয় না
ও সে অমৃত সাগরের সুধা
সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না ।
ফকির লালন মরল জল পিপাসায় রে ।
কাছে থাকতে নদী মেঘনা ।
যার আপন খবর আপনার হয় না
ও যার আপন খবর আপনার হয় না ।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।