সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ
সুবহান আল্লাহ,
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ
সবুজ ঘাসের
কচি ডগায় শিশির জমা হলো
সেই শিশিরের
রবির আলো মুক্তো জ্বেলে দিল । ২
অবাক হয়ে দেখছো
কি মন ভাবছো কি মন বলো । ২
সুবহান আল্লাহ
বলো রে মন সুবহান আল্লাহ বলো । ২
ছোট্ট শিশুর
কচি ঠোঁটে একোন শব্দ খেলে
কেউ বুঝে না
মায়ের আকোল হৃদয় নেচে উঠে । ২
মায়ার এমন মাখা
মাখি কার করোনায় হলো । ২
সুবহান আল্লাহ
বলো রে মন সুবহান আল্লাহ বলো । ২
পাহাড় বেয়ে
ঝর্ণা নাচে নূরের নুপুর তালে
সেই তালেতে
ব্যকুল হয়ে পাখি কন্ঠ মেলে । ২
মেঘ পাহাড়ের
এমন খেলা কেমন করে হলো । ২
সুবহান আল্লাহ
বলো রে মন সুবহান আল্লাহ বলো । ২
সবুজ ঘাসের
কচি ডগায় শিশির জমা হলো ।
সেই শিশিরের
রবির আলো মুক্তো জ্বেলে দিল ।
অবাক হয়ে দেখছো
কি মন ভাবছো কি মন বলো । ২
সুবহান আল্লাহ
বলো রে মন সুবহান আল্লাহ বলো । ৪
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।