অন্তর জামি
তুমি জানি তুমি জানো মোর দিল ।
সাহা রগ ছোঁয়ে
আছো কাছা কাছি তবো আমি গাফিল ।
রব্বানা ইয়া
রব্বে আজিম, রব্বানা ইয়া রব্বে রাহিম ।
তেরে বিনা জিনা
মুসকিল তেরে বিনা জিনা মুসকিল । ২
ভাবনা কর্ম
তোমার গোচর মন্দ, ভাল, দিলের খবর । ২
কোন কাজে কি
ভাবে অন্তর, নিয়তেও যে তোমার নজর ।
সব যেনেও নেই
কোন ডর গাফিল আমার শত উজর । ২
আদোতেও আমাকে
বানাও তোমারি কাবিল ।
অন্তর জামি
তুমি জানি তুমি জানো মোর দিল ।
সাহা রগ ছোঁয়ে
আছো কাছা কাছি তবো আমি গাফিল ।
রব্বানা ইয়া
রব্বে আজিম, রব্বানা ইয়া রব্বে রাহিম ।
তেরে বিনা জিনা
মুসকিল তেরে বিনা জিনা মুসকিল । ২
তুমি সত্য তুমি
শুদ্ধ জানি আমি পাপি অন্ধ । ২
লাশ হওয়া এই
অন্তর আমার… ।
চায়না পেতে
তোমার দ্বিদার… ।
কি অসাধ্য আছে
তোমার প্রেমের দুহাত বাড়াও এবার । ২
আমিতো তোমারি
দয়ার ভিক্ষারি বুঝদিল ।
অন্তর জামি
তুমি জানি তুমি জানো মোর দিল ।
সাহা রগ ছোঁয়ে
আছো কাছা কাছি তবো আমি গাফিল ।
রব্বানা ইয়া
রব্বে আজিম, রব্বানা ইয়া রব্বে রাহিম ।
তেরে বিনা জিনা
মুসকিল তেরে বিনা জিনা মুসকিল । ৪
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।