হৃদয়ের পাতায় তোমারি ছবি
তুমি ছাড়া বৃথা
যে সবি । ২
তুমি ছাড়া শূন্য
শূন্য লাগে পৃথিবী ।
তুমি কামলি
ওয়ালা তুমি কাউসার ওয়ালা
তোমারি প্রেমে
গেঁথেছি ফুলেরও মালা । ২
মনের খাতায়
তোমার নাম লিখেছি হাজার বার
স্বপ্নেও গো
প্রিয় দেখা দাও একবার । ৩
ওগো প্রিয়,
মোরা তোমারি উম্মত ।
শেষ বিচারের
চাই তোমারি সাফায়াত ।
তুমি কামলি
ওয়ালা তুমি কাউসার ওয়ালা
তোমারি প্রেমে
গেঁথেছি ফুলেরও মালা । ২
দু’ জাহানের
বাদশা তুমি গাই তোমারি গান
তোমার প্রেমে
সৃজন হলো এ জমিন ও আসমান । ৩
ওগো প্রিয়,
মোরা তোমারি উম্মত ।
শেষ বিচারের
চাই তোমারি সাফায়াত ।
তুমি কামলি
ওয়ালা তুমি কাউসার ওয়ালা
তোমারি প্রেমে
গেঁথেছি ফুলেরও মালা । ৩
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।