بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 20 December 2020

নবীর উম্মত দাবি করো কি করে তুমি লিরিক | Nobir ummot dabi koro ki kore tumi lyrics

নবীর উম্মত দাবি করো কি করে তুমি ।

বলো উম্মত দাবি করো কি করে তুমি ।

রাসূলের অপমানে কটুক্তি দিখে শুনে

কেঁদে না উঠে হৃদয় ভূমি ।

নবীর উম্মত দাবি করো কি করে তুমি ।

বলো উম্মত দাবি করো কি করে তুমি ।

 

যে মায়ার নবী দিত দ্বীনের দাওয়াত ।

মুখ বুঝে সয়ে যেত পাথরের আঘাত । ২

নিশপাপ সে নামে কালি দেয় ওরা ।

চুপ হয়ে থাকো তুমি কপাল পোড়া ।

মুসলিম বেশ ধরে অচেতন হৃদঘরে

রাসূলের প্রেম যদি না থাকে শুনি ।

নবীর উম্মত দাবি করো কি করে তুমি ।

বলো, উম্মত দাবি করো কি করে তুমি ।

 

রাসূলের সম্মানে জাগো হে মুমিন ।

প্রয়োজনে দাও সপে হৃদয়ো জমিন ।

সত্যের প্রয়োজনে যদি প্রান দিতে হয় ।

বুজে নিও এ তোমার ইমানের জয় ।

বাতি নিরমূলে গজে তোমার গলে

গেয়ে না উঠো যদি জাগরনি ।

 

নবীর উম্মত দাবি করো কি করে তুমি ।

বলো উম্মত দাবি করো কি করে তুমি ।

রাসূলের অপমানে কটুক্তি দিখে শুনে

কেঁদে না উঠে হৃদয় ভূমি ।

নবীর উম্মত দাবি করো কি করে তুমি ।

বলো উম্মত দাবি করো কি করে তুমি ।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।