بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 4 July 2020

আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি লিরিক | Abbu tomar chuti kobe asbe kokhon bari lyrics

আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি

আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি । ২

বাসায় পড়ি কুচিং করি ইস্কুলেতেও পড়া

এত পড়ি তবুও শাসন আম্মু ভিশন কড়া । ২

কষ্ট বুকে কান্না চোখে অশ্রু সারি সারি ।

আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি ।

আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি

আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি ।

 

চেচিয়ে আম্মু ডাকে নিত্য সকাল বেলা ।

ঘুমে আমার চোখ খোলে না স্বপ্ন করে খেলা । ২

খুব চেচিয়ে আম্মু ডাকে নিত্য সকাল বেলা ।

ঘুমে আমার চোখ খোলে না স্বপ্ন করে খেলা ।

ভাল্লাগেনা মায়ের শাসন মন টিকে না ঘরে,

আমার দেখা স্বপ্ন গুলো যাচ্ছে বাবা ঝড়ে । ২

মন বুঝেনা আম্মু আমার কষ্টতে বুক ভাড়ি ।

আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি ।

আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি

আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি । ২

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।