যত দিন বাঁচবো
তোমাকে ডাকবো ।২
তোমার রাহে,
তোমারি দরবারে
অশ্রু ঝরিয়ে আমি কাঁদবো ।
তোমার মোহাব্বত
এই বুকে রাখবো,
হবো যে কবি
আমি লিখে লিখে কাব্য ।২
হৃদয় জোরে ছন্ধ
সুরে ।২
তোমারি গান
আমি গাইবো ।
যত দিন বাঁচবো
তোমাকে ডাকবো ।২
তোমার রাহে,
তোমারি দরবারে
অশ্রু ঝরিয়ে আমি কাঁদবো ।
গভীর রাতে ঘুম
ভেঙ্গে জাগবো
তোমার প্রমেতে
আমি মগ্ন হয়ে থাকবো ।
তোমার নূরে
পুড়ে পুড়ে অঙ্গার হয়ে আমি পুড়বো ।
যত দিন বাঁচবো
তোমাকে ডাকবো ।২
তোমার রাহে,
তোমারি দরবারে অশ্রু ঝরিয়ে আমি কাঁদবো ।
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।