بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 6 July 2020

প্রিয় বাবা লিরিক । prio baba lyrics

তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার

তোমার দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার । ২

তুমি আমার প্রথম গুরু তোমার কাছেই দীক্ষা শুরু ।

তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার ।

তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার

তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার ।

 

আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিলো বড়,

বলেছিলে জীবনটাকে ফুলের মত গড় । ২

বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জামানায় ।

এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার ।

তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার

তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার ।

 

তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনিত

আরকটা দিন থেকে গেলে কি বা ক্ষতি হতো । ২

তোমার পরশ মিস করে যাই বাবা ।

তোমার মত আর কেহ নাই বাবা ।

তোমার পরশ মিস করে যাই

তোমার মত আর কেহ নাই ।

আমার মানষ পটে বাবা এক যে আলোর পাহাড় ।

তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমাার

তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার । ২

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।