بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 6 April 2020

আজ আর করিনা ভয় লিরিক | Aj ar korina voy lyrics

আজ আর করিনা ভয়
ঝড় আসুক মোরা নির্ভয়

লড়ব মোরা মরব
লড়ব মোরা মরব ৩
যদিও তাগুত প্রানে না সয়
ঝড় আসুক মোরা নির্ভয়


যে দিগন্তে সীমানার প্রান্তে
রক্তিম সূর্য উদয়
ভয় কিরে তোদের, আয় সাথে মোদের
হবেই আমাদের জয়


আজ আর করিনা ভয়
ঝড় আসুক মোরা নির্ভয়

আজ এই জীবনে মায়া তুলেছি
আপন মরনে শংকা ভুলেছি ২

ঝান্ডা উড়িয়ে আনব ফিরিয়ে
বিজয়ী সেই সে নিশান
বুকেতে ঈমান হাতেতে কোরান
মুখেতে সংগ্রামী গান
ওওও দীপ্ত শপথে শহীদ হতে
বেঁধেছি মৃত্যু কাফন
কোরানী সমাজ কায়েম হবে আজ
দু চোখে এইতো স্বপন

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।