بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 2 April 2020

সাগর নদী আর পাহাড় বনে লিরিক | Sagor nodi ar pahar bone lyrics


সাগর-নদী আর পাহাড়-বনে
পাখিদের গুন-গুন-গুঞ্জরণে
ভেসে আসে ওই সুমধুর তান
চারিদিকে শোন আল্লাহর জয়গান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান

শোন তুমি মন দিয়ে কোকিলের সুর
শুনতে লাগছে দেখো কত-না-মধুর
মিষ্টি-মিষ্টি ওই দোয়েলের গান
রয়েছে তাহাতে কী সুধা অফুরান

কোথা পেলো তাহারা -সুর অম্লান
জবাব পাবেদিলো খোদা মহীয়ান

আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান

বলো যদি আকাশের -চাঁদ-তারা
কোথা পেলে স্নিগ্ধ  জোছোনা-ধারা
সূর্যকে বলো যদি কোথা পেলে আলো
রাত্রী হলো কেন নিকষ কালো

কোথা পেলো মানব এক জীবন বিধান
জবাব একটাসব- আল্লাহর দান

আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।