بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Tuesday, 10 March 2020

তার নিয়ামতের শুকরিয়া লিরিক | Tar niyamoter shukriya lyrics.


তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি ,
তাই বারেবারে ঐ কদমে লুটিয়ে পরি ।২
তাই বারেবারে ঐ কদমে লুটিয়ে পরি
যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা,
তার নিয়ামতের এই জগতে হয়না উপমা ।
যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা,
তার নিয়ামতের এই দুনিয়ায় হয়না উপমা ।

তাই দমে দমে এই জবানে  সেই নামি স্বরি ।
তাই বারেবারে ঐ কদমে লুটিয়ে পরি ।২
তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি ,
তাই বারেবারে ঐ কদমে লুটিয়ে পরি ।২

খাদ্যহীনে দাওগো খাবার দুঃখি জনে সুখ,
রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ ।২
তোমার দয়ায় যায় বয়ে যায় জীবনো তরি ।
তাই বারেবারে ঐ কদমে লুটিয়ে পরি ।২
তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি ,
তাই বারেবারে ঐ কদমে লুটিয়ে পরি ।২
তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি ,
তাই বারেবারে ঐ কদমে লুটিয়ে পরি ।৩

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।