بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Tuesday, 10 March 2020

স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা লিরিক | Sadinota chaini ami ei sadinota lyrics


স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা 
যাহা পেয়েছি তাহা চাইনি আমি
চেয়েছি যাহা পাইনি
তাইতো আমি বিদ্রোহী আর
কথাগুলো বে-আইনী। ( আবার)
আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধহস্ত কলম,
স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। 
এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায়না ভাত
সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। 

কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি।
তাইতো আমি বিদ্রোহী আর কখনো বে-আইনী। (আবার)
আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তাভাত আর মোয়া
স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহড়া দেয়া।
এদিকে শহীদ মা-জননী ব্যথায় কাতর বুকে,
জীর্ণশীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে।

শহীদ মায়ের করুন কান্না শুনিতে আমি চাইনি, 
তাইতো আমি বিদ্রোহী আর কখনো বে-আইনী।
আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশচুম্বী বাড়ী
স্বাধীনতা মানে শূল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি।
ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী
মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি।

ক্ষুধিত শিশুর হাহাকার কভু শুনিতে আমি চাইনি,
তাইতো আমি বিদ্রোহী আর কখনো বে-আইনী। (আবার)
আজ স্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর
স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌন জ্বরে কাতর।
মায়ের জাতি অপমান আজি রাস্তায় পথে ঘাটে,
ইজ্জত আব্রু ঢাকার লাগি বস্ত্রও নাহি জোটে।
মায়ের জাতির অপমান আমি দেখিতে কভু চাইনি,
তাইতো আমি বিদ্রোহী আর কখনো বে-আইনী। (আবার)
আজ স্বাধীনতা মানে লিখনীর নামে ধর্মকে দেয় গালি,
শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি।
ইচ্ছেমত আবোলতাবোল বকিছে ধর্মদ্রোহী
যাহা ইচ্ছা বলবে তাহা স্বাধীনতা এতো নহি।
স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি,
তাইতো আমি বিদ্রোহী আর কথাগুলো বে-আইনী। (আবার)

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।