بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 1 February 2020

রোজ বিহানে একটা পাখি লিরিক । Roj bihane ekta pakhi lyrics.


রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে।
দিকে দিকে সে সূর তোলে  সারা
ঘুম ভেঙ্গে যায় সে সূর শুনে জাগে ঘুমের পাড়া
রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে তখন শাঁখে শাঁখে।।২

ফুলে ফুলে রঙ্গিন রেণু ওড়ে
মৌমাছিরা তখন শুধু ঘোড়ে
গুণ গুনিয়ে তখন সে যে গায়তে শুধু থাকে।। 
রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে।


ভোরের বাতাস পাতায় পাতায় নাচে
পাপড়ি ঝোরে ঘাস ফুলেদের কাছে 
ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে।২

1 comment:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।