সাগর
নদী আর পাহাড় বনে
পাখিদের
গুন গুন গুনঝরনে ।
২
ভেসে
আসে ঐ সু মধুর
তান
চারিদিকে
শোন আল্লাহর জয় গান।
আল্লাহ
মহান আল্লাহ মহান
আল্লাহ
মহান আল্লাহ মহান ।।২
শোন
তুমি মন দিয়ে কোকিলের
সূর
শুনতে
লাগছে দেখ কতনা মধুর
মিষ্টি মিষ্টি
ঐ
দোয়েলের গান
রয়েছে
তাহাতে কি সুধা অফুরান।২
কোথা
পেল তাহারা এ সূর অম্লান
জবাব
পাবে চির খোঁদা মহীয়ান।
আল্লাহ
মহান আল্লাহ মহান
আল্লাহ
মহান আল্লাহ মহান।।২
বল যদি আকাশের ও
চাঁদ তাঁরা
কোথা
পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা
সূর্য
কে বল যদি কোথা
পেলে আলো
রাত্রি
হল কেন নিকষ কালো
কোথা
পেল মানব এক জীবন
বিধান।
জবাব
একটা সবি আল্লাহর দান।
আল্লাহ
মহান আল্লাহ মহান
আল্লাহ
মহান আল্লাহ মহান।।২
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।