بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 19 February 2020

প্রশংসা সবি কেবল তোমারি লিরিক | Prosongsa sobi kebol tumari lyrics


প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান, করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।

কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি নিয়ামত।
দাও দিশা দাও,সরল পথের।
রিসাত মোস্তাকিম।

যাদের উপরে করেছ রহমত,
পেয়েছে তোমার অশেষ মোহাব্বত।
তাদের সে পথ,দাও আমাদের।
দাওগো তোমার দ্বীন |

যাদের উপরে কেবলি গাজাব,w
নাযিল করেছ দিয়েছ আজাব।
তাদের ভাগ্য দিওনা মোদের,
হে অসিম সীমাহীন।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।