بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 19 February 2020

যে কোন কাজ কর না ভাই লিরিক । Je kono kaj koro na vai lyrics


যে কোন কাজ কর না ভাই, যে কোন কাজ কর
তা যেন হয় সবার চেয়ে, সবচেয়ে সুন্দরও ।৩

হোকনা সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা ।৩
হোকনা সেটা সামান্য কাজ, কিংবা মহোত্তরও ।২
তা যেন হয় সবার চেয়ে, সবচেয়ে সুন্দরও

যেথায় তুমি থাকনা ভাই, কাছে নয়তো দূরে 
কাজের চিন্তা রাখবে মাথায়, মনের মুকুরে |

হোকনা সেটা চড়ই-ভাতি, খেলা নিয়ে মাতামাতি
হোকনা সেটা কাপড় কাঁচা, বাজার করাই ধরো ।২
তা যেন হয় সবার চেয়ে, সবচেয়ে সুন্দরও

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।