بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 22 February 2020

আমরা দুই ভাইবোন লিরিক | Amra dui vai von lyrics


আমরা দুই ভাইবোন, মা বাবার দুই নয়ন
 দুখে দুখে মিলে মিশে থাকবো আজীবন।
 ভাইয়া তুমি অনেক ভাল থেক
 আপু তুমি আমায় আদরে রেখ

 ভাইয়া তুমি নয়নমণি তুমি আমার আশা
 তোমার জন্য আদর সোহাগ মিষ্টি ভালবাসা
আপু তুমি আমলে হও মা ফাতিমার মত
দ্বীনের পথে আলো ছড়াও শিক্ষায় অবিরত
পাশাপাশি থাকবো মোরা হয়ে যে রতন। ২
ভাইয়া তুমি অনেক ভাল থেক
আপু তুমি আমায় আদরে রেখ

পড়া শোনা শিখে তুমি আলেম হও নামি
ইবনে সিনার মত হও অনেক বড় জ্ঞানী
আপু তুমি এই ভুবনে সদা ভাল থাকো
আপন কাজের গুনে আগামীটা আঁকো
বাবা মাকে করবো নাকো কভু জ্বালাতন।
ভাইয়া তুমি অনেক ভাল থেক
আপু তুমি আমায় আদরে রেখ ।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।