بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 1 February 2020

আল্লাহ তুমি দয়ার সাগর লিরিক । Allah tumi dyar sagor lyrics.


আল্লাহ তুমি দয়ার  সাগর  রহমানির রহিম
তোমার  দয়ায় পূর্ণ আমার  সারা  নিশি  দিন। 
তুমি  মিটাও  সকল  চাওয়া  দু'দিন  আগে পরে
তোমার কাছেই  সকল পাওয়া সবি তোমার  তরে। 
তোমার  পথে  চললে  সবাই 
আসবে যে সু-দিন।। 

তুমি পার করতে মোচন অভাব দু:খী   লোকের
তুমি পরম মুক্তি দাতা মালিক
  জগতের  

তোমার কাছে চাইযে পানা 
আমরা প্রতিদিন।।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।