নাই হ'ল মা বসন ভূষণ এই ঈদে আমার।
আল্লা আমার মাথার মুকুট রসুল গলার হার। ২
নামাজ রোজার ওড়না শাড়ি, ওতেই আমায় মানায় ভারি,
কল্মা আমার কপালে টিপ, নাই তুলনা তার।২
হেরা গুহারই হীরার তাবিজ, কোরান বুকে দোলে
হাদিস্ ফেকাহ্ বাজুবন্দ্ দেখে পরাণ ভোলে।
হাতে সোনার চুড়ি যে মা, হাসান হোসেন মা ফাতেমা,
মোর অঙ্গুলিতে অঙ্গুরি, মা নবীর চার ইয়ার।২