নবীর কল্মা হেঁকে ফিরি পথে দিবস-যামী।২
আমার নবীজির পিয়ারি আয়রে ছুটে মুসলিম নারী,
দ্বীনের সওদা করবি কে আয় আয় রে মুক্তিকামী।২
জন্ম আমার হাজার বছর আগে আরব দেশে
সারা ভুবন ঠাঁই দিয়েছে আমায় ভালোবেসে।
আমার আজান ধ্বনি বাজে কুল মোমিনের বুকের মাঝে
আমি নবীর মানস কন্যা আল্লাহ্ মোর স্বামী।২