بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 29 September 2019

দে যাকাত দে যাকাত লিরিক | de jakat de jakat lyrics

দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত।
তোর দিল্‌ খুলবে পরে ওরে আগে খুলুক হাত।২ 

দেখ পাক্‌ কোরআন শোন্‌ নবীজীর ফরমান
ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান।
তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।২
 
তোর দর্‌ দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম
আছে দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম।
বলেছেন রহমানুর রহিম, বলেছেন রসুলে করিম।
সঞ্চয়ে তোর সফল হবে পাবি রে নাজাত।২ 

এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে
হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে শবেরাতে।
এই জাকাতের বদলাতে পাবি বেহেশ্‌তী সওগাত।২