بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 8 August 2019

সল্লিআলা মোহাম্মাদিং লিরিক্স | Salli Ala muhammading lyrics

সল্লিআলা মোহাম্মাদিং ।৪
আধার নামে সকাল-সন্ধ্যা, আধার নামে রাত্রি-দিন ।২
একলা আলো একলা চলে, একলা বাঁচে সমিহীন ।
বছর বছর বাড়ছে আধার, মানবতার হয় বিলিন ।
সল্লিআলা মোহাম্মাদিং ।৪


মুক্তি পাগল আকাশ, বাতাস, আশায় থেকে জাল বোনে ।
পথ চেয়ে রয় আরব জাতীর, শেষ নবীজীর দিন গোনে ।
রব্বেকারীম পাঠায় রহম ২
এই পৃথিবী হয় রঙ্গীন ।
সল্লিআলা মোহাম্মাদিং ।৪


জাহেলিয়াত পালায় দূরে, হেরার আলোয় বিশ্ব জয়
রাসূলুল্লাহ হাবীবুল্লাহ দূরুদ উঠে বিশ্বময় ।২
পড়ছে মানুষ বলছে সবাই ।২
সল্লিআলা মোহাম্মাদিং ।৪


শূকনো মরু সিক্ত হলো, প্রিয় নবীর বরকতে ।
সারা জাহান মুক্তি পেল শেষ নবীজির দৌলতে ।
দূরূদে তাই আধার তারাই ।২
সল্লিআলা মোহাম্মাদিং ।৪