بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 8 August 2019

লা ইলাহা ইল্লাল্লাহ্ lyrics | La Elaha Ellallah lyrics

লা ইলাহা ইল্লাল্লাহ্ ।৪
লা ইলাহা ইল্লাল্লাহ্ মুহাম্মাদুর রসূলুল্লাহ ।২
কোন খালিক নেই তুমি ছাড়া ।
কোন মালিক নেই ‍তুমি ছাড়া ।
কোন মাবুদ নেই ‍তুমি ছাড়া ।
কোন মাসুক নেই তুমি ছাড়া ।


এই জীবনে তোমার মত আপন আর কেউ নাই ।
এখানে ওখানে সব খানে শুধু তোমাকে খোঁজে বেড়াই ।
তোমার ফিকিরে মন হয় উতলা ।
লা ইলাহা ইল্লাল্লাহ্ ।৪
লা ইলাহা ইল্লাল্লাহ্ মুহাম্মাদুর রসূলুল্লাহ ।২


ভাবনার আকাশে শুধু তুমি,
বোকের জমিনে শুধু তুমি,
হৃদয় গভীরে শুধু তুমি,
দু চোখ জুরে শুধু তুমি ।


নেই কোন ভয় দ্বিধা সংসয়,
তুমি আমার রব ।
জীবনে মরনে তুমি ভরসা,
তুমি আমার সব ।
তোমার যিকিরে মন হয় উজালা ।
লা ইলাহা ইল্লাল্লাহ্ ।২
লা ইলাহা ইল্লাল্লাহ্ মুহাম্মাদুর রসূলুল্লাহ ।২