بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 7 August 2019

এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় Lyrics | Ei prithibi sristi Tomar namer usilay lyrics |

এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়।২
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়। ২

আকাশ, জমিন, পাহাড়, চন্দ্র-তারা
সবি তোমার নূরের ইসারা। ২
তোমার সানে পড়লে দুরূদ হৃদয় যে জুরায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়।২
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়।২

কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়,
যাহার রশ্মিনিতে আধার লুকায়। ২
তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়।২
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়। ২

তোমার নামের আশেক হলো যারা,
দু জাহানে ধন্য হলো তারা। ২
এই আশিকে যেন তোমার কদমে লোটায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়।২
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়। ২
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ২
ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায়। ২