بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 18 August 2019

নবী মোর পরশ মনি লিরিক । Nabi mor porosh moni lyrics.

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেইজন, সেইতো দোজাহানের ধনী।
সে নামে মধু মাখা, সে নামে যাদু রাখা;
সে নামে মজনু হইলো মাওলা আমার কাদের গনি। 

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।
নবী মোর নূরে খোদা; তার তরে সকল পয়দা ।।
আদমের কলবেতে তারই নূরের রওশানী।। 

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।
ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া
ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী।।
 
নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।
চাঁদ সূর্য গ্রহ তারা, তারই নুরের ইশারা ।।।
নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী ।।
নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি

নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী।