بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 18 August 2019

এই সুন্দর ফুল সুন্দর ফল লিরিক । ei sundor ful sundor fol lyrics.

এই সুন্দর ফুল, সুন্দর ফল,আর
মিঠা নদীর পানি,খোদা তোমার মেহেরবানী।
খোদা..তোমার মেহেরবানী ।২

তুমি কতই দিলে..রতন
ভাই বেরাদার পুত্র স্বজন।২

ক্ষুধা পেলে অন্ন জোগাও।২
মানি চাইনা মানি..
খোদা! তোমার মেহেরবানী ।২
খোদা!.তোমার হুকুম তরক করি, আমি প্রতি পায়
তবু আলো দিয়ে,বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় ।
শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ- হাশরে।

পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী..
খোদা!..তোমার মেহেরবানী
এই সুন্দর ফুল, সুন্দর ফল, আর
মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী।
খোদা..তোমার মেহেরবানী
তোমার মেহেরবানী
খোদা..তোমার মেহেরবানী.