بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 18 August 2019

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ লিরিক । Tri vuboner prio Mohammad lyrics.

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,
এলো রে দুনিয়ায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়।


ধূলির ধরা বেহেশ্‌তে আজ,
জয় করিলো দিলরে লাজ ।২
আজকে খুশির ঢল নেমেছে,
আজকে খুশির ঢল নেমেছে,
ধূসর সাহারায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়।


দেখ আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে ।২
কচি মুখে শাহাদাতের,
কচি মুখে শাহাদাতের,
বাণী সে শোনায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়।


আজকে যত পাপী ও তাপী,
সব গুনাহের পেল মাফী ।২
দুনিয়া হতে বে-ইনসাফী,
দুনিয়া হতে বে-ইনসাফী,
জুলুম নিল বিদায়..
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়..