بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 12 July 2019

সালাম গজল লিরিক্স । Salam gazal lyrics

সালাম হুম...হুম
সালাম হুম...হুম
সালাম, দেখা হলে সালাম ।
সালাম, কথার আগে সালাম ।
অভিবাদনে সালাম বলো, সালাম কালামের আগে বলো ।২


আগে সালাম যার অহমিকা তার হৃদয় করে না খুন...
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম,আসসালামু আলাইকুম
রাসূল সালাম দিতেন আগে নির্বিশেষে ছোট বড় ।২
সালাম তোমার বিনয় পোশাক, সালাম তোমার বিনয় পোশাক।


সালাম প্রীতির ভিতে ভর
সালাম তু আসসালাম শান্তি
সালাম ভাল মানুষের গুন


আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম,আসসালামু আলাইকুম।


সালাম হলো দোয়া বিলানো, সালাম দোয়া সৌরভ ।
কুড়িঁয়ে ফির তুমি দোয়ার মালা ।২
সালামে সালামে পত্যও (প্রত্যাহ)


আদম গড়ে মোহান আল্লাহ্, শিক্ষা দিলেন করো সালাম । ২
মোহাব্বতের দোয়ার সালাম, মোহাব্বতের দোয়ার সালাম ।
সালামে সমাজ হয় নির্মান ।


সালাম তু আসসালাম শান্তি, সালাম ভাল মানুষের গুন।


আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম,আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম,আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম,আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ।