بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 13 July 2019

আল্লাহ আমার রব লিরিক । Allah amar rob lyrics.

আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব(২)

তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
অথই নিয়ামতে ডুবে আছি সবাই(২)
পাক-পাখালির গানে শুনি তাসবি কলরব

আকাশের সুনীলে ধরনীর সবুজে
অবুঝ এই হৃদয়ে আছো গো লুকিয়ে
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই
যার হয়েছো তুমি
তার নেই যে পরাভব(২)