পরিবার, সমাজ, শিক্ষক সবাই শিখায়....
ঝামেলায় যাইবানা, জরাবে না, মারামারি করবে না
অন্য কেউ মারামারি করতে দেখলে ছোটাতে যাইবা না...
ভালকথা।
যদি আমি ঝামেলা দেখে পাশ কাটি
যদি আমি মারামারি দেখে পিছ পা দিয়ে চলে যাই।
প্রবাদটা কি আমরা ভূলে যাই?
"এক মাঘে শীত যায় না"
যখন আমাকে কেউ মারবে/কোপাবে
তখনতো কেউ এগিয়ে আসবে না।
কারনটা সোজা,
তারাও একি সমাজের একি শিক্ষায় শিক্ষিত বাসিন্দা।
কোন ধর্মেও এমনটা শিখায় না।
তাহলে এই শিখা নীতি পেল কোথায়?
কারনটা সোজা,
নিজেকে নিয়ে ভাবার চিন্তা, স্বার্থপরতা।
তারা নিজেকে নিয়ে ভাবে?
তাহলে মার খায় কেন?
কারনটা সোজা,
নিজেকে নিয়ে ভাবতে ভাবতে
শিক্ষানীতি ও সমাজ থেকে বিচ্ছিন্ন।
তবে সবাই এক না।
মনুষ্যত্বের কাছে সবাই হার মানে না।
অন্যের বিপদে এগিয়ে যায়।
প্রতিদানের আশায় নয়, মনুষ্যত্বই তাকে টেনে টেনে নিয়ে যায়।
ঝামেলায় যাইবানা, জরাবে না, মারামারি করবে না
অন্য কেউ মারামারি করতে দেখলে ছোটাতে যাইবা না...
ভালকথা।
যদি আমি ঝামেলা দেখে পাশ কাটি
যদি আমি মারামারি দেখে পিছ পা দিয়ে চলে যাই।
প্রবাদটা কি আমরা ভূলে যাই?
"এক মাঘে শীত যায় না"
যখন আমাকে কেউ মারবে/কোপাবে
তখনতো কেউ এগিয়ে আসবে না।
কারনটা সোজা,
তারাও একি সমাজের একি শিক্ষায় শিক্ষিত বাসিন্দা।
কোন ধর্মেও এমনটা শিখায় না।
তাহলে এই শিখা নীতি পেল কোথায়?
কারনটা সোজা,
নিজেকে নিয়ে ভাবার চিন্তা, স্বার্থপরতা।
তারা নিজেকে নিয়ে ভাবে?
তাহলে মার খায় কেন?
কারনটা সোজা,
নিজেকে নিয়ে ভাবতে ভাবতে
শিক্ষানীতি ও সমাজ থেকে বিচ্ছিন্ন।
তবে সবাই এক না।
মনুষ্যত্বের কাছে সবাই হার মানে না।
অন্যের বিপদে এগিয়ে যায়।
প্রতিদানের আশায় নয়, মনুষ্যত্বই তাকে টেনে টেনে নিয়ে যায়।
