بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 23 March 2023

পারবিনে তুই রাখতে রোজা লিরিক | Parbine tui rakhte roja lyrics


পারবিনে তুই রাখতে রোজা

মা এ কথা বলো না

এমনি করে কতবার রোজা রাখা হলো না । ২


ঐ দেখ মা চাঁদ উঠেছে রমজানেরি চাঁদ

সবার মুখে শোনবে এখন এই খুশির সংবাদ । ২

চাঁদ দেখে মা পড়বে দোয়া

তুমিও ছাদে চলো না ।


পারবিনে তুই রাখতে রোজা

মা এ কথা বলো না ।

এমনি করে কতবার রোজা রাখা হলো না । ২


চাঁদ দেখারি আনন্দটা সবার মনে থাকে

এই খুশিতে সামিল করো কাজের ছেলেটাকে । ২

আজ রাতে তারাবি নামাজ মাসজিদে জামাত

মজার মাজার রান্না হবে সেহরি ভোরের রাত । ২

রোজার দিনে খাইনা কিছু পানি কিংবা ফলও না ।


পারবিনে তুই রাখতে রোজা

মা এ কথা বলো না ।

এমনি করে কতবার রোজা রাখা হলো না । ৩


✍ লিরিক: খাদিজা আক্তার রাইসা

Download

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।